মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা


চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুরঃ

দিনাজপুরের খানসামা উপজেলার নির্বাহী অফিসার মাস্ক ছাড়া বাইরে ঘোরাঘুরি করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা বাজার, 

ঘাট পাড় ও পাঁচপীর বাজার সহ ১২জনকে মোট ৬৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

এ বিষয়ে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ‘দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ এড়াতে প্রত্যেকের মাস্ক পরা উচিত। জনগণের মধ্যে মাস্ক না পরার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ