রতন কুমার রায়, স্টাফ রিপোর্টারঃ
২০২০-২০২১ইং অর্থ বছরে নীলফামারী ডোমার উপজেলায় কৃষি পূর্ণবাসন ও প্রনোদনার আওতায় ৪ হাজার ১শ ৩০জন কৃষক পাচ্ছে সার ও বীজ।
সোমবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ সেন্টারে প্রনোদনার আওতায় ২ হাজার প্রান্তিক কৃষকের প্রত্যেকের মাঝে দুই কেজি ভুট্টা বীজ, ২০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান কৃষকের হাতে ভুট্টা বীজ ও সার তুলে দিয়ে বীজ বিতরণের উদ্বোধন করেন। এর আগে গত ১২ নভেম্বর ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৪২৫ জন কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণের উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান জানান, চলতি অর্থ বছরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ এক হাজার দশজন কৃষককে কৃষি পূর্ণবাসন সহযোগীতা ও প্রান্তিক তিন হাজার ১২০জন কৃষক কৃষি প্রনোদনার আওতায় রয়েছে। এদের মধ্যে সার ও ধান বীজ ৪২৫ জন, গম ১৭৫ জন, ভুট্টা ২০০০ জন, সরিষা ২৫০ জন, সূর্যমূখী ৮০ জন, পিয়াজ বীজ ১৭৫ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ