মো. কামরুল ইসলাম কামুঃ
আজ পঞ্চগড় থেকে রাজশাহী রুটে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’র উদ্বোধন করবেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। পরদিন শনিবার ১৬ অক্টোবর থেকে ট্রেনটি চলবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার বিষয়ে জানানো হয়েছে।বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটিতে শোভন চেয়ার ও শোভন শ্রেণির ৭৬৪/৭৫২ আসনের ব্যবস্থা থাকবে।
রাজশাহী থেকে শুক্রবার এবং পঞ্চগড় থেকে শনিবার নতুন এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে।নতুন এই ট্রেনটি রাজশাহী-পঞ্চগড় উভয় পথেই যাত্রাবিরতি করবে নাটোর, আব্দুল্লাহপুর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার জংশন, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর জংশন, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁও, রুহিয়া ও পঞ্চগড়ের কিসমত স্টেশনে।
0 মন্তব্যসমূহ