জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারী জেলার ডিমলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক, সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টুর ২য় কন্যা ইশরাত জাহান বর্ণ শাষকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না......রাজিউন)
মৃত্যুকালে শিশুটির বয়স হয়ে ছিলো সাড়ে তিন বছর। শনিবার (২৪-অক্টোবর) সকাল ১০টায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির বর্তমান আহবায়ক কমিটির সকল সদস্য বৃন্দ, ডিমলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি সাংবাদিক মাজহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সাংবাদিক সহিদুল ইসলাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র উপজেলা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক সরদার ফজলুল হক ও সাধারণ সম্পাদক সাংবাদিক মহিনুল ইসলাম সুজন।
ডিমলা অনলাইন প্রেস ক্লাবের পক্ষে সভাপতি সারোয়ার জাহান সোহাগ, সাধারণ সম্পাদক ফরিদুল ও সাংগঠনিক সম্পাদক রুবেল পারভেজ।
বিকেলে (বাদ আছর) জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
0 মন্তব্যসমূহ