সৈয়দপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত


মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ
 

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে “নাগরিক অধিকার করতে সংরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম। সভায় বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, পৌরসভার প্যানেল মেয়র -২ মো. শাহীন আকতার শাহীন, পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, পৌরসভার তথ্য কর্মকর্তা  আকমল সরকার রাজু, কামারপুকুর ইউপি সচিব মো. মোখছেদুল আলম,  বোতলাগাড়ী ইউপি সচিব মো. আব্দুল মান্নান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো.রাসেল সরকার।

সভায় উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা  নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এ কে এম আমিরুজ্জামান সরকার শামীমসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর, গনমাধ্যম কর্মী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ