ইসমাইল ও রুবেলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আলোকিত উখিয়া অনলাইন ভার্সনে " চা এর দোকান থেকে কোটিপতি ইসমাইল ও রুবেল " শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে যা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সাধারণ একজন ব্যাবসায়ী, কিন্তু আমার পারিবারিক ঐতিহ্যবাহী সবার জানা, সংবাদে বলা হয়েছে চার দোকানদার। অস্বীকার করার কিছুই নেই তখনও ছিলো এখনো আছে এই দোকান। কিন্তু আমার বাপ দাদাদের যে জায়গা জমি আছে আল্লাহর রহমতে আমরা অনেক সচ্ছল। প্রায় ২০-২৫ টির মত ভাড়া ঘর ও ৭/৮ টি দোকান রয়েছে। এবং আমার বাবা ও ছোট ভাই এসব ব্যাবসা দেখাশুনা করে। আমি নিজে সমাজের অনেক দায়িত্ব পালন করি সততা ও নিষ্ঠার সাথে। এসব দেখে অনেকেই হিংসায় ইর্ষান্বিত হয়ে পড়ে। আমার এলাকার প্রায় লোক মাদক ব্যাবসায় জড়িত। এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যাবসায়ী  আমাকে ষড়যন্ত্রে লিপ্ত করতে মরিয়া হয়ে উঠেন একটা মহল। এর আগেও ষড়যন্ত্রকারীরা মিথ্যা মামলা হামলা করে সম্মানহীন করেছিলো। এখন আবারও কিছু কুচক্র মহল উঠে পড়ে লেগেছে। আমি এর সঠিক তদন্ত পূর্বক বিচার সুলিদের কাছে চাই। এমন মানহানিকর তথ্য দিয়ে একটা সংবাদ প্রচার করেছে আলোকিত উখিয়া অনলাইন পোর্টালে যা মোটেও সঠিক নয়। এ সংবাদের বিষয়ে স্থানীয় সুশীল সমাজ ও আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।   

প্রতিবাদকারী,
মোঃ ইসমাইল ও রুবেল।
পশ্চিম লারপাড়া, ঝিলংজা 
কক্সবাজার সদর, কক্সবাজার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ