রাষ্ট্রয়ত্ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

মেহেদী হাসান, ঠাকুরগাঁওঃ 
রাষ্ট্রয়ত্ত্ব  পাটকল  বন্ধের সিদ্ধান্ত, স্বাস্থ্য খাতে দুর্নীতি অবস্থাপনা প্রতিরোধ এবংডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ  উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা শাখা।  

শনিবার সকাল ১১:৪০ হতে ১২:৩০ পর্যন্ত  ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় বাংলাদেশ  উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

উক্ত মানববন্ধনে বাংলাদেশ  উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সেতারা  বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আহসানুল হক বাবু  ,  

লাখো কন্ঠ পত্রিকা  জেলা প্রতিনিধি ,তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সমন্বয়ক, বাংলাদেশ উদীচী  শিল্পগোষ্ঠীর   

ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা  আবু মহিউদ্দিন  প্রমুখ।  মানববন্ধনে বক্তারা অবিলম্বে বন্ধ করে দেয়া রাষ্ট্রয়ত্ত পাটকল পাটকলগুলো খুলে দেয়ার দাবি জানান। 

নিরাপত্তা আইন বাতিল,স্বাস্থ্য খাতে দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা  এবং অভিলম্বে ডিজিটাল আইন বাতিলের দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ