ঠাকুরগাঁওয়ে দুস্থহিন্দু ও পুরোহিতদের অনুদান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান,ঠাকুরগাঁওঃ 
ঠাকুরগাঁওয়ে   মন্দিরের সংস্কার, শ্বশানঘাট নির্মাণ , দুস্থ হিন্দুদের সহায়তা ,পুরোহিতদের অনুদান‌ বিষয়ক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকাল ৪:৪০থেকে ৫:৩০ পর্যন্ত২০/২৫  শিশু  ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়  ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে তাতিপাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়‌ । 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রমেশ চন্দ্র সেন এমপি  ঠাকুরগাঁও  ১আসন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি দিনাজপুর ১ আসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ,  তপন  কুমার  ঘোষ, সাধারণ সম্পাদক পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা,অলক কুমার দাস ,

সভাপতি , হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও সদর, প্রবীর  গুপ্ত সাধারণ সম্পাদক হিন্দি বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা, ইন্দ্রজিৎ রায়  সহকারী  পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা  কার্যক্রম  ঠাকুরগাওঁ জেলা শাখা প্রমুখ।

আলোচনা সভায়  মন্দিরের  সংস্কার ,শ্বশানঘাট নির্মাণ ,দুস্তদেরমাঝে সহায়তা, পুরোহিতদের আর্থিক অনুদানদের, বিষয়ে আলোচনা  হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ