ডোমারে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

রতন কুমার রায়, স্টাফ রিপোর্টারঃ 
নীলফামারীর ডোমার উপজেলায় জমিতে হাল চাষের জন্য সেচ পাম্পের বিদ্যুতের তার সরানোর সময় তারের সাথে জড়িয়ে ফিরোজুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

রবিবার (৫ জুলাই) সকাল ১১ টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোগড়া এলাকায় এ ঘটনা ঘটে।  ফিরোজুল বাগডোকরা হাজী পাড়া গ্রামের মৃত শাহাজাতুল্লা সরকারের ছেলে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইউপি সদস্য রাদুজ্জামান জানান,  ফিরোজুল ইসলামের  নিজ জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষের জন্য জমিতে ঝুলে থাকা সেচ পাম্পের তার বাঁশ দিয়ে সরানোর চেষ্টা করছিল।  

এ সময় তার ছিড়ে ফিরোজুলের হাতে পড়ে সে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। 
ওসি জানান, কোন অভিযোগ না থাকায়, লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ