ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী সরবরাহ

জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন ফ্লে-মিটার ও থার্মাল এস্কানার সহ সাত প্রকারের চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে। শনিবার (৭-জুন) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডিমলা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কর্তব্যরত চিকিৎসক ও নার্স সহ চিকিৎসা সেবায় ব্যবহারের জন্য এগুলো সরবরাহ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় পাল্স পরিক্ষা-নিরিক্ষা মেশিন ২টি, অক্সিজেন ফ্লে-মিটার ৫টি, থার্মাল এস্কানার ২টি, হ্যাক্সিসল্ড ২৫০ এম.এল ২০০ টি, ওয়ান টাইম হ্যান্ডগ্লোবস্ ৫০ প্যাকেট ৫ হাজার পিস, ফেস সিল্ড ২০০ টি করেনার নমুনা সংগ্রহের জন্য থাই গ্লাস দ্বারা তৈরীকৃত বুধ তুলে দেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিরঞ্জন কুমার রায়ের হাতে। এ সময় উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী ও ভারপ্রাপ্ত অফিস সুপার রোকনুজ্জামান রোকন, সাংবাদিক জাহাঙ্গীর রেজা, বাদশা সেকেন্দার ভুট্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ