দেশীয় সিগারেট শিল্পকে বাঁচাতে কুড়িগ্রামে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মোঃ মাসুদ রানা, কুড়িগ্রামঃ
শতভাগ দেশীয় মালিকাধীন সিগারেট কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষায় এবং এ শিল্পকে বাঁচিয়ে রাখতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১১ টার দিকে কুড়িগ্রাম -রংপুর সড়কের ত্রিমোহনী বাজারে এ মানববন্ধনের আয়োজন করে শতভাগ দেশীয় সিগারেট কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা।

মানববন্ধনের বক্তব্যে  কুড়িগ্রাম জেলা বিড়ি-সিগারেট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ২০২০-২০২১ইং অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানির জন্য কোন সুরক্ষা দেয়া হয় নি। এতে আমরা কোনভাবেই লাভবান হবো না বরং মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হবো।

পরবর্তীতে ২০১৮-২০১৯ইং অর্থ বছরে বাজেটে নিম্ন স্ল্যাব  শুধুমাত্র দেশীয় মালিকানাধীন  কোম্পানির জন্য সংরক্ষিত রাখার জন্য মহান জাতীয় সংসদে অনুমোদিত হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এতে করে আমরা শত শত শ্রমিক পরিবার পরিজন নিয়ে দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছি। 

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, শতভাগ দেশীয় মালিকাধীন সিগারেট কোম্পানিগুলোতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ