নাটোরে পাট বীজ উৎপাদনে কৃষক প্রশিক্ষণ শুরু

নাটোর প্রতিনিধি
জেলার ৩৩ একর জমিতে গুণগতমানের পাট বীজ উৎপাদনে ২০০ কৃষককে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পাট চাষীদের মাঝে একবিঘা পাট চাষের প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। জেলার মোট এক হাজার ৭০০ পাট চাষী সরকারী সার সুবিধা ছাড়াও এরআগে তাদেরকে বীজ প্রদান করা হয়। বস্ত্র পাট মন্ত্রণালয়ের উন্নত প্রযুক্তি নির্ভর পাট পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলার পাট চাষীরা এই সুবিধা পাচ্ছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা বিশ্বের মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তাই সোনালী আঁশের সুদিন আবার ফিরে আসতে শুরু করেছে। একই সাথে পাট চাষীদেরও সুদিন ফিরে আসছে। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম সভা প্রধানের দায়িত্ব পালন করেন। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার সরকার প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব। জেলা পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা রুবিনা খাতুন জানান, জেলার ২০০ কৃষককে পাট বীজ উৎপাদনের প্রশিক্ষণ প্রদান শেষে তাদের ৩৩ একর জমিতে প্রদর্শনী খামার স্থাপন করা হবে এবং এই খামার থেকে অন্তত গের টন গুণগতমানের বীজ উৎপাদন সম্ভব হবে। দুই দিনে কৃষক প্রশিক্ষণ আগামীকাল শেষ হবে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ