কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি দিকে

মোঃ মাসুদ রানা, কুড়িগ্রামঃ
বৃষ্টির পানি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। 

ধরলার পানি সেতু পয়েন্টে ৭৬ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৭৭ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৬৪ সেন্টিমিটার ও তিস্তার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বেড়েছে অন্যান্য নদ-নদীর পানিও। ফলে জেলার সদর উপজেলা, চিলমারী, উলিপুর, রৌমারী, রাজিবপুর ও নাগেশ্বরীসহ ৮টি উপজেলায় নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চলসহ প্রায় আড়াই শতাধিক চর ও দ্বীপচর প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। 

এসব এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে গেছে বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও। এ অবস্থায় নিচু এলাকার মানুষজন ঘর-বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে। পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চরের আহাদ আলী, রাশেদা ও সুমি জানান আমরা নদীগর্ভে ৪-৫ বার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছি। বন্যার পানি অাসার কারনে বাড়ী ঘর ভেঙ্গে উচু জায়গায় গিয়ে অবস্থান নিচ্ছি। গরু ছাগল হাস মুরগি নিয় খুবই বিপাকে পড়েছি। রান্না ঘর তলিয়ে যাওয়ায় রান্না করতে না পারায় না খেয়ে অাছি। কোন কাজকর্ম করতে পারছিনা

যাত্রাপুর ইউনিয়নের চরযাত্রাপুর এলাকার অাশরাফুল, সাঈদুর ও কাশেম জানান, ব্রহ্মপুত্রের পানির স্রোতের গতি তীব্র হওয়ায় অামাদের এলাকার অনেক বাড়ীঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ১০-১৫ মিনিট পর পর একটি করে বাড়ী নদীগর্ভে বিলীন হচ্ছে। 

চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ অাবু হানিফা জানান, অামার ইউনিয়নের ৪০ হেক্টর জমির অাউশ, ৭ হেক্টর অামনের বীজতলা, ৮ হেক্টর জমির সবজি, ৩০ হেক্টর জমির তিল, ৭৫ হেক্টর জমির চিনা সহ ২শ হেক্টর জমির পাট পানিতে তলিয়ে গেছে। এছাড়া ২ হাজার পরিবার পানিবন্দি হয়েছে এবং অানুমানিক ৫০টি বাড়ী নদীগর্ভে বিলীন হয়েছে। 


কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: মোস্তাফিজুর রহমান প্রধান জানান, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বিভিন্ন উপজেলায় নতুন নতুন এলাকার বীজতলাসহ ফসল পানিতে নিমজ্জিত হচ্ছে। এতে করে ক্ষয়ক্ষতির পরিমান আরো বৃদ্ধি পাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ধরলা ও তিস্তার পানি কমে গেলেও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মো: রেজাউল করিম জানান, বন্যা কবলিতদের জন্য জেলার সবকটি উপজেলায় মোট ৩০২ মেট্রিক টন চাল ও শুকনো খাবার বিতরনের জন্য ৩৬ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ