পঞ্চগড়ে করোনা উপসর্গে যুবকের মৃত্যু

মো. আবু নাঈম, পঞ্চগড়
পঞ্চগড় করোনা উপসর্গ নিয়ে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের বাড়ি পঞ্চগড় পৌর শহরের রাজনগড় এলাকায়। 

শনিবার সকালে তিনি নিজ বাড়িতেই মারা যান। বিভাগ জানায়, ওই যুবক বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, শরীর ব্যাথা ও কাশিতে ভুগছিলেন। পরে এক স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করেন। 

পরে গত বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসককে ওই যুবকের সমস্যার কথা বলেন তার পরিবারের সদস্যরা। ওই চিকিৎসক সমস্যার কথা শুনে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।


পরিবারের সদস্যরা তা না করে তাকে বাড়িতেই রাখে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবক করোনাক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা
পরীক্ষার আগে বলা যাবে না। 

আমরা তারসহ পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করেছি। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে। 

এ ছাড়া করোনায় মৃতদের মতই সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ