কিশোরগঞ্জে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আব্দুল মালেক, স্টাফ রিপোর্টারঃ 
বেশ কিছুদিন ধরে উত্তরাঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতিতে নীলফামারীর কিশোরগঞ্জের তেলিপাড়া, যুগিপাড়া, রূপালি কেশবা, ময়দান পাড়া এলাকায় চাড়ালকাটা নদী ভাঙ্গন দেখা দেয়। 

যার ফলে সাধারন মানুষের বসতি ঘড়বাড়ি ও চাষাবাদের জমি বিলিন হয়েছে নদীগর্ভে। 

এই পরিস্থিতি আজ শনিবার দুপুরে সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। 

পরিদর্শন কালে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট), উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সৈয়দপুর নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা  শাখার সংশ্লিষ্টরা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 


এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নদী ভাঙ্গনের বিষয়ে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডকে বিশেষভাবে অনুরোধ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ