তিস্তা নদীর পানি বিপদসীমায়

রংপুর ব্যুরো অফিসঃ 
আজ ২৫ জুন বৃহস্পতিবার সকাল হতে ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা ব্যারেজের পানি বিপদসীমা অতিক্রম করেছে। 

উজান থেকে নেমে আসার পানির কারনেই দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং তিস্তার পানি দ্রত বেড়ে যাচ্ছে।  এছাড়া এই সময়য়ের মধ্যে তিস্তা নদীর পানিও বাড়ার পূর্বাভাস দেখা দিয়েছে। 

ডালিয়া পাউবো বিভাগ সূত্রে জানা যায় তিস্তা নদীর পানি বৃদ্ধির কারণে এই মাসেই উত্তরাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এদিকে ডিমলা আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিন ভারি বৃষ্টিপাতের আভাস পাওয়া গেছে। 

এলাকাবাসী সূত্র জানা যায় ভারী বৃষ্টি ও উজানের ঢলে ডিমলা উপজেলা টেপাখড়িবারি, গয়াবাড়ী, খালিশা চাপানী, খগাখড়িবাড়ী ৪টি ইউনিয়নে চরের ব্যাপক ঘরবাড়ীর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৪টি ইউনিয়নে প্রায় ১০০টি পরিবার বন্যার পানিতে প্লাবিত হয়েছে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ