ঠাকুরগাঁওয়ে গোরস্থান দখলের প্রতিবাদে ইউএনও অফিসের সামনে অবস্থান

মেহেদী  হাসান, ঠাকুরগাঁওঃ 
ঠাকুরগাঁওয়ে  গোরস্থান  দখলের প্রতিবাদে ইউএনও অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে এলাকাবাসী । 

শনিবার দুপুর ঠাকুরগাঁও  সদর উপজেলার  রায়পুর ফুটানী বাজারে বেংরোল গোরস্থান রক্ষা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে  এ অবস্থান কর্মসূচী  পালিত হয় । 

ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে ওই এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বক্তারা অভিযোগ করেন  রায়পুর ইউনিয়নে প্রায়   দুইশো বছরের পুরনো ৩ টি  কবরস্থান দখল করে নিচ্ছে ভূমিদস্যু চক্র। 

ইতোমধ্যে  ৩ টি কবরস্থান দখল করে গাছ রোপন ও হালচাষ করে দেয় ওই চক্র। এ অবস্থায় চরম উত্তেজনা বিরাজ করছে বেংরোল গ্রামে। অভিলম্বে  এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

এ অপতৎপরতা বন্ধ করা না হলে কবরস্থান ৩টির অস্তিত্ব বিপন্নের আশংকা স্থানীয়দের। তবে জমি গুলো পৈত্রিক সম্পতি বলে দাবি করেছে অভিযুক্তরা। 

এ বিষয়ে উপজেলা কর্মকতা আবদুল্লাহ আল - মামুন বলেন, ৭ দিনের মধ্যে এ বিষয়ে শুনানী হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ