গোবিন্দগঞ্জে করোনা উপসর্গে হিন্দু যুবকের মৃত্যু

আশরাফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে  সোমবার করোনা উপসর্গে সুমন মোহন্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আনন্দ মোহন্তের ছেলে। জানা গেছে, সুমন মোহন্ত একটি বেসরকারি কোম্পানীতে চাকুরীর কারণে গত প্রায় চার বছর যাবত সিলেটে থাকতো। করোনা পরিস্থিতিতে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলে সে তাঁর গ্রামের বাড়িতে চলে আসে। কয়েকদিন বাড়িতে থাকার পর চাকরির কারণে সুমন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আবারও সিলেটে যায়। সেখানে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গতকাল রোববার তাঁর পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসার জন্য সিলেটে যায়। তার পরিবারের লোকজন সুমনকে বাড়িতে ফিরিয়ে আনতে মাইক্রোবাস ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মাইক্রোবাসটি সিরাজগঞ্জ জেলায় পৌছিলে সোমবার সকাল সাড়ে ১০টায় সুমনের মৃত্যু হয়। সুমনের পরিবারের লোকজন সুমনের লাশ নিয়ে সরাসরি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছিলে সেখানে লাশের নমুনা সংগ্রহ করা হয় এবং স্বাস্থ্যকর্মী ও থানা পুলিশের উপস্থিতিতে সোমবার দরবস্ত শ্বশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ