ডিমলায় ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল। 

রবিবার (২৭-জুন) বিকেলে উপজেলার সদরের বাবুরহাটের ভিতর বাজার থেকে কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমান আদালতের অভিযান শেষে, সকল ব্যবসায়ীদের সামনে ১৯৫০ সালের আইনে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার ও বিক্রির অপরাধ সম্পর্কিত সহ দেশে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে মুখে মাক্স পরিধান করে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের বেধে দেয়া নির্ধারিত সময়ে ব্যবসা-বানিজ্য করতে বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়ের নির্দেশে উপজেলা মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার অভিযান পরিচালনা করে বিভিন্ন দোকান থেকে এসব অবৈধ জাল জব্দ করে। 

পরে ঐ সব জাল উপজেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন রাস্তার পাশে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ