ডিমলায় কৃষকের মাঝে ধান-গম কাটার কৃষি যন্ত্র বিতরণ

জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডিমলায় ধান,গম কাটা ও মারাইয়ের সুবিধার্থে ৫০ শতাংশ ভূর্তুকি মূল্যে কৃষকের মাঝে, কম্বাইন্ড হারভেস্টার মেশিন (কৃষি যন্ত্রপাতি) বিতরণ করা হয়েছে। সোমবার (১-জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সরাসরি কৃষকদের মাঝে এই কম্বাইন্ড হারভেস্টার (কৃষি যন্ত্রপাতি) বিতরণ করা হয়। বিশ্বব্যাপী মরণঘাতী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, শ্রমিক সংকট ও ধানের উৎপাদন খরচ কমাতে কৃষি মন্ত্রনালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে এই কম্বাইন্ড হারভেস্টার সরাসরি কৃষকদের দেওয়া হচ্ছে। আমাদের সারা বছরের মোট চাল উৎপাদনের অর্ধেকের বেশি জোগান দেয় বোরো ধান, সেজন্য ফসল সুষ্ঠুভাবে ঘরে তোলা জরুরি। এটি করতে পারলে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে। তিনি আরও জানান, ২০১৯-২০২০ অর্থ-বছরে ডিমলা উপজেলায় ২ টি কম্বাইন্ড হার্ভেস্টার ও ৩ টি রিপার মেশিন ৫০ শতাংশ ভূর্তুকি মূল্যে কৃষকদের মাঝে বিতরন করা হয়। কৃষিতে শ্রমিক ঘাটতি ও উৎপাদন খরচ বেশি হওয়ায় এই আধুনিক যন্ত্রগুলো প্রতি ঘন্টায় প্রায় এক একর জমির ফসল কর্তন ও প্যাকেটজাত করতে সক্ষম। কৃষি উৎপাদন খরচ হ্রাস হওয়ায় এই মেশিন ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছে স্থানীয় কৃষকেরা বলে জানিয়েছেন ডিমলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইতোমধ্যে নতুন করে আরও ৪ জন কৃষক ৫০ শতাংশ ভূর্তুকিতে মেশিন ক্রয়ের জন্য আবেদন করেছেন। এ যন্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু সহ স্থানীয় কৃষক, সাংবাদিক বৃন্দ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ