ডিমলায় জেলা পরিষদের ত্রান বিতরণ

জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ নোভেল করোনা ভাইরাস(কোভিড-১৯) এর চলমান পরিস্থিতিতে কর্মহীন, গরীব, দুস্থ এবং অসহায় মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ করেছে নীলফামারী জেলা পরিষদ। বুধবার (২০-মে) সকালে উপজেলা শহরের জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ চত্ত্বরে এ ত্রান বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, আব্দুল মতিন খান, আলহাজ্ব সেলিম সরকার লেবু,  জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম খান সহ অত্র প্রতিষ্ঠানের প্রভাষক ও শিক্ষকগণ। জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ তাঁর বক্তেব্যে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশে বন্ধ রয়েছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এতে কর্মহীন হয়ে পড়ায় মানবেতর জীবন যাপন করছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় জেলা পরিষদ নীলফামারীর উদ্যোগে সমগ্র জেলায় ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণের অংশ হিসেবে ডিমলায় ৯০০ পরিবারের মাঝে খাদ্য বিতরন করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ