দিনাজপুরে কোভিড-১৯ মোবাইল মানি-ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টারঃ করোনা দুর্যোগকালীন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, নর্দাণ বাংলাদেশ রিজিওন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কোভিড-১৯ মোবাইল মানি-ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান। ৩০ মে, ২০২০ শনিবার সকাল ১১ টায় দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৪১ জন দরিদ্র ও হত-দরিদ্রের মাঝে জনপ্রতি ৩০৫৫.৫০ টাকা করে দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ বাবুল হোসেন সরকারের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ এর আগে অতিথির বক্তব্য রাখেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ এর এপিসি ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মস‌উদ আলম। প্রধান অতিথি মেয়র জাহাঙ্গীর বলেন - সরকারের যে স্বাস্থ্যবিধি, তা মেনে চলতে হবে। এছাড়াও আপনার প্রয়োজনে আপনার হাত-পা পরিষ্কার করে বাড়িতে ঢুকতে হবে। আপনার বেঁচে থাকার স্বার্থে অবশ্যই আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এপিসি ম্যানেজার অনুকূল বলেন - আমাদের উদ্দেশ্য একটাই, শিশুদের নিরাপদ রাখা এবং শিশুদের মুখে হাসি ফোটানো। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং মেনে চলতে অন্যদেরকে উৎসাহিত করবো। নিজে ভালো থাকবো - ভালো রাখবো। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর দিনাজপুর এপি'র প্রোগ্রাম অফিসার বার্নাড কুজর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন, ওয়ার্ল্ড ভিশন এর দিনাজপুর এপি'র জুনিয়র প্রোগ্রাম অফিসার সারামিতা হালদার, ৬নং ওয়ার্ড ইউএনডিসি'র মো. জামালউদ্দিন, ৭নং ওয়ার্ড ইউএনডিসি'র সভাপতি আবুল কালাম সহ অন্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ