পঞ্চগড়ে গ্রামীণ ব্যাংকের ত্রাণসামগ্রী বিতরণ


মো. আবু নাঈম, পঞ্চগড়:
পঞ্চগড়ে প্রাণঘাতি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সংগ্রামী সদস্যদের মাঝে নগদ অর্থসহ আগামী একমাসের খাদ্যসামগ্রী বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক। রোববার দুপুরে সদর উপজেলার সাতমেড়া শাখা কার্যালয়ে দ্বিতীয় দফায় ৪৫ জন সংগ্রামী সদস্যের মাঝে (ভিক্ষুক) এই ত্রাণসামগ্রী তুলে দেন গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল ম্যানেজার মো. আহাম্মদ আলী। তিনি জানান, ঠাকুরগাঁও যোনের মোট ছয়টি এরিয়ায় এর আগে প্রথম দফায় মোট ৪৫৪ কে ৩০ কেজি চাল, আট কেজি আলু, চার কেজি পেঁয়াজ, দুই কেজি লবণ, আধা কেজি রসুন, দুই লিটার ভোজ্য তেল এবং দুই ধরণের ছয়টি সাবানসহ প্রত্যেকের মাঝে ৬০০ টাকা করে বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক। এখন দ্বিতীয় দফায় বিতরণ চলছে।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চড়ের এরিয়া ম্যানেজার ইউনুস আলী, ঠাকুরগাঁও যোনের অবলোকন কর্মকর্তা আব্দুস সবুর, শাখা ব্যবস্থাপক আজিজুর রহমানও সেকেন্ড অফিসার মতিউর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ