সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য সহায়তা দেয়া শুরু করলেন আওয়ামী লীগ নেতা সুরোজ মন্ডল


মিজানুর রহমান মিলন  স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় পরিবারের   পাশে দাড়ালেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মেহেদী হাসান সুরোজ মন্ডল। আজ রোববার থেকে তাঁর ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের ছয় শত দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছেন তিনি। বাঙ্গালীপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মেহেদী হাসান সুরোজ মন্ডল। এসময় তিনি কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে ওই ইউনিয়নের নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হিমাংশু চন্দ্র, সাধারণ সম্পাদক  সুবোধ চন্দ্র, আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিন মন্ডল, মো. আনিছুর রহমান মন্ডল, নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক  কালাম মন্ডল, তাঁতী লীগের বাঙ্গালীপুর ইউনিয়ন সভাপতি ঈশান মন্ডল উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের প্রথম দিনে আজ ইউনিয়নের নং ওয়ার্ডের কর্মহীন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল   আলু।  আওয়ামী লীগ নেতা প্রভাষক মো.মেহেদী হাসান সুরোজ মন্ডল জানান, মরণব্যাধি করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে প্রায় দুই মাস যাবৎ মানুষজন ঘরবন্দি। সর্বত্র ছুটি  লকডাউন থাকায় চরম সংকটে পড়েছেন খেটে খাওয়া কর্মজীবী মানুষ।  তারা ঘরের বাইরে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে। সরকারিভাবে কর্মহীনদের খাদ্য সহায়তা দেয়া অব্যাহত রয়েছে। কিন্তু সরকারের একার পক্ষে দেশের সব পেশার কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়া সম্ভবপর নয়। আর তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতে কর্মহীন অসহায় মানুষের পাশে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।   তিনি জানান, প্রথম দফা ইউনিয়নের ছয় শত অসহায় গরীব দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করছেন তিনি।  তিনি  বর্তমান সংকটময় অবস্থায় এলাকার কর্মহীন মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের  আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ