লালমনিরহাটে ২টি গ্রামে বাঁশের সাঁকো আর নৌকাই একমাত্র ভরসা

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি ও ধাইরখাতা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া রত্নাই নদীর উপর বাঁশের সাঁকো ও নৌকাই ১৪ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। নদীতে সেতু না থাকায় ওই এলাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে চলাচল করেন কৃষক,ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা জানান, সাঁকো-নৌকার উভয় দিকের বিভিন্ন গ্রামের কৃষকের উৎপাদিত পণ্য সরবরাহের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হন। রোগীসহ পণ্য পরিবহনের জন্য বিকল্প পথে ৫-৬ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব রমজান আলী জানান, এখানে একটি ব্রীজ নির্মাণ জরুরী। অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস প্রবেশ করতে না পারায় রোগীর কষ্ট সহ্য করতে হয়। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট দপ্তরে বার বার আবেদন জানিয়েও সারা পাইনি। তিনি আরও জানান, এপারের মানুষের জমি ওপারে এবং ওপারের মানুষের জমি এই পারে রয়েছে। উৎপাদিত পণ্য নিয়ে পারাপারে সমস্যায় পড়ছেন তারা। নদীতে ব্রীজ নির্মাণ হলে শিবেরকুটি, দক্ষিণ শিবেরকুটি, বনগ্রাম, ধাইরখাতাসহ আশপাশের গ্রামের জীবনযাত্রার মান পাল্টানোর পাশাপাশি বদলে যাবে গ্রামীণ অর্থনীতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ