ডোমারে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক বাঁছাই ও বোরো ধান ক্রয়ের উদ্বোধন

রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার: “শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় চলতি বোরো মৌসুমে ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক বাঁছাই চলছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারীর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, কষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান, খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আরেফিন, ডোমার খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, চিলাহাটি খাদ্য গুদাম কর্মকর্তা নিত্যানন্দ রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারে চলতি বোরো মৌসুমে উপজেলার ২৩ হাজার কৃষকের মধ্যে ১ হাজার ৯২৬ জন কৃষককে উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার (২১ মে) লাটারীর মাধ্যমে কৃষক নির্ধারন কার্যক্রম শেষ হবে। অপরদিকে দুপুরে উপজেলার এক নং খাদ্য গুদাম চত্ত্বরে সরকারি ভাবে চলতি বোরো মৌসুমে দু’টি খাদ্য গুদামে কৃষকদের নিকট হতে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। এসময় কৃষক আব্দুল হামিদ ও মোতালেব ইসলামের নিকট হতে ধান ক্রয় করা হয়। প্রসঙ্গত, চলতি বোরো মৌসুমে উপজেলার দুটি খাদ্য গুদামে ১ হাজার ৯২৬ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ