কুড়িগ্রামে গরু জমির ধান খাওয়াকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যা

মোঃ মাসুদ রানা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে সিদ্দিকুর রহমান (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুনডার গ্রামের কাছুয়া মাহামুদের ছেলে। বৃহস্পতিবার (২৮ মে)  রাত ৯ টার দিকে দূর্গাপুর ইউনিয়নের অর্জুনডার গ্রামে এ ঘটনা ঘটে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে দূর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা গ্রামের কাছুয়া মাহামুদের (৬৫) গরু একই গ্রামের মৃত আঃ মজিদের ছেলে আইনুল ইসলামের(৩৬) জমিতে ধান খেতে গেলে আইনুল ইসলামের পরিবার ইট দিয়ে গরুকে আঘাত করে এবং অকথ্যভাষায় গালিগালাজ করে। কাছুয়ার বাড়ি ভেঙ্গে দেওয়ার ও হুমকী দেয়। উপরোক্ত বিষয়ের প্রতিকার চেয়ে কাছুয়ার পরিবারের পক্ষ থেকে এলাকায় শালিস ডাকা হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আইনুলদের অবগত করে গতকাল বৃহস্পতিবার শালিসের দিন নির্ধারণ করলে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় আইনুল ও তার পরিবার বিচার না মেনে উঠে যায়।এমতাবস্থায় নিহত সিদ্দিকুরের পরিবার তাদের ঘরের চালে আম পরা নিয়ে গাছ কাটতে বললে দুই পক্ষের বিবাদ শুরু হয়।বিবাদের একপর্যায়ে আইনুল ইসলাম ও তার ভাই আমান উদ্দিন এবং তাদের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে নিহত সিদ্দিকুরের পরিবারের উপর চড়াও হন এবং  সিদ্দিকুর রহমানের মাথায় আঘাত হানতে থাকে। ঘটনাস্থলে সিদ্দিকুর রহমান মারা যায়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাটি ঘটেছে অনেক রাতে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ