জলঢাকায় করোনা আক্রান্ত নারী মৃত্যু


স্টাফ রিপোর্টার নীলফামারীঃ নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব গোলমুন্ডা নাড্ডাপাড়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোররাতে নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ান কবীর তথ্য নিশ্চিত করে জানান, ওই নারী গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি শ্বাষকষ্টে আক্রান্ত হলে মে তার নমুনা সংগ্রহ করা হয় এবং মে পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। তার শারিরীক অবস্থা ভালো হওয়ায় তাকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। ছাড়া ওই নারী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ মাথা ব্যথায় ভুগছিলেন। গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক রবিবার সকালে নিজ গ্রামে ওই নারীর দাফনকার্য সম্পূর্ণ করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ