কুড়িগ্রামে ত্রাণ সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি অসহায় মানুষজনের কৃতজ্ঞতা

মো: মাসুদ রানা, কুড়িগ্রামঃ প্রতিনিয়ত বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় দিন-রাত ছুটে চলেছেন বাংলাদেশ সেনাবাহিনী। সচেতনতা মূলক প্রচার প্রচারনা, বাজার মনিটরিং, সামাজিক দুরত্ব নিশ্চিত করাসহ গরীব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে চলেছেন তারা। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে  শুক্রবার (২৯ মে) দুপুরে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগ্রেডের ৩০ তম ইনফট্রি ব্যাটালিয়নের  তত্বাবধায়নে ত্রাণসামগ্রী বিতরন করা হয়। উপজেলার চন্দ্রখানা এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৯৫ টি অসহায় পরিবারের মাঝে এসব বিতরন করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৫০০গ্রাম  চিনি ও ২টি করে সাবান বিতরণ করা হয়। বিতরণকাল উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম, সার্জেন্ট মোঃ আলী হোসেনসহ আরও অনেকে। এ সময় ত্রান পেয়ে গরীব ও অসহায় মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ