নাটোরের করোনা ভাইরাস নমুনা পরীক্ষার এক হাজার কিট নাটোরের সিভিল সার্জনের হাতে তুলে দিলেন সংসদ সদস্য শিমুল

মোঃ শরিফ,নাটোর
করোনা ভাইরাস নমুনা পরীক্ষার এক হাজার কিট নাটোরের সিভিল সার্জনের হাতে তুলে দিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাটোর-০২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আজ সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানের হাতে কিটগুলো তুলে দেন তিনি। সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা। সময় সংসদ সদস্য শিমুল বলেন, এখন পর্যন্ত নাটোর জেলায় জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। সেখানে একজন চিকিৎসক একজন নার্স সহ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনিয়ানও রয়েছেন। এরপর থেকেই নাটোরে করোনা ভাইরাসের জন্য মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। অনেকেই তাদের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করছেন। সেকারনে দ্রুত করোনা ভাইরাস সনাক্তের জন্য নমুনা প্রেরণ করতে যাতে কোন অসুবিধা না হয় সেই জন্যেই তার নিজস্ব অর্থায়নে তিনি এই নমুনা পরীক্ষার কিটগুলো স্বাস্থ্য বিভাগের উপহার হিসেবে দেন। প্রয়োজনে আরো সংগ্রহ করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ