১০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ফাতেমা আনকিজ ডেইজি

এম কে আজাদ:
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বৈরী আবহাওয়া মুহূর্তে, শবে কদর উপলক্ষে আবারো ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মানবতার ফেরিওয়ালা কক্সবাজার কেন্দ্রীয় মহিলা সমবায় সমিতির সভাপতি ' ফাতেমা অানকিজ ডেইজী ' । তিনি নিজ উদ্যোগে এই খাবার সামগ্রী গুলো বিতরণ করেন আজ সকাল সাতটার দিকে কক্সবাজার ঝাউতলা এলাকায় তার বাড়ির আঙ্গিনায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সকালে তিনি প্রতিজনকে  চাল ,ডাল , তৈল ,ময়দা, এবং  ১টি মুরগী সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 মহিলা নেত্রী 'ফাতেমা কানিজ ডেইজি' জানান,সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে,এবং করোনা ভাইরাসের কারণে লকডাউন এর মধ্যে মানুষ অনেক কষ্টে আছে। তাই আমি  চেষ্টা করছি মানুষের মুখে একটু হলেও হাসি ফোটাতে। সেজন্য আজকে সকালে ১০০ হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। এর আগেও অতীতে তিনি অনেকবার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।তিনি আরো জানান অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারলে  নিজেকে ধন্য বলে মনে করেন।এবং তিনি আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন  যাতে ভবিষ্যতে আরো অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন। তিনি বলেন মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ