নীলফামারীর ৭২০ মায়ের মুখে হাসি ফোঁটালো ডানো-সিএসআর উইন্ডো


রংপুর ব্যুরো অফিসঃ 
নীলফামারীর সৈয়দপুর ডিমলা উপজেলার ৭২০ মায়েদের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছে সিএসআর উইন্ডো বাংলাদেশ। আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় করোনা পরিস্থিতিতে আটকে থাকা গর্ভবতী স্তন্যদায়ী মায়েদের জন্য ডানো মম-এর একটি করে ক্যান উপহার দেওয়া হয়েছে তাদের। ২২ মে সৈয়দপুরে এই কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার এবং ডিমলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী পাল। এরপর কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে সিএসআর উইন্ডো বাংলাদেশের স্থানীয় স্বেচ্ছাসেবকরা মায়েদের কাছে এই উপহার পৌঁছে দেন। মায়ের আঁচলে বেড়ে উঠে সন্তান। সন্তানের দায়িত্ব মায়ের জন্য কিছু করা; মায়ের মুখে হাসি ফোটানো। সেই দায়বদ্ধতা থেকেই আঁচল শিরোনামে একটি প্রকল্প হাতে নেয় সিএসআর উইন্ডো বাংলাদেশ। নীলফামারীর সৈয়দপুর ডিমলা ছাড়াও দেশের ২৫ টি জেলার হাজার মায়েদের কাছে এই উপহার পৌছে দিয়েছে সংগঠনটি। এই প্রসঙ্গে সিএসআর উইন্ডো বাংলাদেশ এর সমন্বয়কগাছের ডাক্তারখ্যাত আহসান রনি বলেন, বিশ্ব মহামারীর মাঝে প্রতিটি সন্তানের কাছে তার মায়ের আঁচল সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। আজ বাংলাদেশে করোনা পরিস্থিতিতে নিম্নবিত্ত মধ্যবিত্ত মায়েদের পাশে দাড়িয়েছে সিএসআর উইন্ডো বাংলাদেশ এবং আরলা-এর ডানো মম। আমরা চাই মায়ের আঁচলে নিরাপদ থাকুক সন্তান এবং সুস্থ সুরক্ষিত থাকুক আমাদের মায়েরা। প্রসঙ্গত, ইতোপূর্বে নীলফামারীর সৈয়দপুর ডিমলা উপজেলার প্রায় আট লাখ মানুষকে মাইকিং, লিফলেট এবং পোস্টার প্রর্দশনের মাধ্যমে সচেতন করা, সামাজিক দূরত্ব সৃষ্টিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ফিট দূরত্বে জীবানুনাশক স্প্রে দাঁগ এঁকে দেওয়া এবং ২০০ পরিবারের মাঝে সম্পর্ক প্রকল্পের আওতায় ২০ দিনের খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। এছাড়াও এই দুই উপজেলার দুটি জনবহুল বাজারেশুদ্ধতাপ্রকল্পের আওতায় হাত ধোঁয়া বেসিন স্থাপন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ