জাহাঙ্গীর
রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ রংপুর
ব্যাটালিয়ন (৫১বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে
নীলফামারী জেলার ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকার গরীব ও দুস্থ জনসাধারণের
মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ত্রাণ বিতরণ করা হয়েছে।করোনা
ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে উপজেলার সীমান্তবর্তী এলাকার অনেক দুস্থ ও গরীব জনসাধারণ
খাদ্য সঙ্কটে থাকায় তাদের এই দুঃসময়ে খাদ্য
সহায়তা প্রদানের লক্ষ্যে বুধবার (১৩-মে) সকাল
১১ টায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর
সার্বিক তত্ত্বাবধানে নীলফামারী জেলার ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকার দুইটি স্থানে সর্বমোট ৪০০ দুস্থ
ও হতদরিদ্র জনসাধারণের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ত্রাণ বিতরণ করা হয়েছে। যে
সকল স্থানে যে পরিমাণ ত্রাণ
বিতরণ করা হয়েছে সেগুলো হচ্ছে কলোনী পূর্বছাতনাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০টি পরিবার এবং ঠাকুরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০টি পরিবার সহ সর্বমোট ৪০০টি
অসহায়, গরীব ও হত দরিদ্র
পরিবার। প্রত্যেক
পরিবারকে ৪ কেজি চাল,
২ কেজি ডাল, ৪ কেজি আটা
(২ প্যাকেট) ও ১ কেজি
লবন (১ প্যাকেট) মোট
১১ কেজি ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে। ত্রাণ
সামগ্রী বিতরণ করেন সেক্টর কমান্ডার বিএ-৪৭৩৫ কর্ণেল আলীমুল করিম চৌধুরী, উপ-মহাপরিচালক, সেক্টর
কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রংপুর। এছাড়াও
এ সময় উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মুহাম্মদ ইসহাক, পিএসসি, পরিচালক, অধিনায়ক, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি), সংশ্লিষ্ট
কোম্পানী/বিওপি কমান্ডার এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ
। গতকাল
রংপুর ব্যাটেলিয়ান (৫১ বিজিবি) কর্তৃক
পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ৬০০ গরীব ও দুঃস্থ জনসাধারণের
মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এখানে
উল্লেখ্য যে, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) কর্তৃক
এটি দ্বিতীয় পর্বের ত্রাণ বিতরণ কার্যক্রম। প্রথম পর্বে গত এপ্রিল মাসে
লালমনিরহাট এবং নীলফামারী জেলার সীমান্তবর্তী এলাকার ১০০০ দুস্থ এবং হতদরিদ্র জনসাধারনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছিল। প্রথম এবং দ্বিতীয় পর্ব এই দুই পর্ব
মিলে সীমান্তবর্তী মোট দুই হাজার দুস্থ ও হতদরিদ্র ব্যক্তিকে
ত্রাণ বিতরণ করা হলো।
- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য
0 মন্তব্যসমূহ