কৃষিপন্য বাজারজাত করণে কৃষকের পাশে পুলিশ

জালাল উদ্দিন গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি  
নাটোরের গুরুদাসপুরে কৃষকের উৎপাদিত ফসল সঠিকভাবে আহরণ বাজারজার করণ করতে পারে সেজন্য গুরুদাসপুর থানা পুলিশ কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন। গতকাল গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জসহ একদল পুলিশ বাঙ্গী তরমুজের গ্রাম শিধুলী এবং ওই মাঠে গিয়ে কৃষকের কোন সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে সরাসরি তাদের সাথে কথা বলেন। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম কৃষকদের উৎসাহিত করতে এসময় ট্রাকে তরমুজ তুলে দেন।
অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম জানান, কৃষক তার উৎপাদিত কৃষিপন্য আহরণ বাজারজার করণ করতে কোথাও চাঁদাবাজির সম্মুখিন হচ্ছে কিনা সেবিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য তাদের সাথে মূলত দেখা করা। দেশের সামগ্রিক পরিস্থিতিতে যানবহন প্রেরণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে যেন কোন প্রকার সমস্যা নাহয় সে বিষয়ে তাদের পরামর্শ প্রদান করা হয়েছে। কৃষকের জন্য থানা পুলিশের সহ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ