দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহে ৩য় বার পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরন।
৫/০৪/২০২০ ০৮:৫৬:০০ PM
চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের খানসামা উপজেলা (পাকেরহাট) স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহে পুষ্টিকর খাবার ও স্যানেটারি সামগ্রী বিতরন করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এই নিয়ে ৩য় বার গর্ভবতী মা ও দুগ্ধদান কারী মায়েদের মাঝে সোমবার (৪ মে) সকাল ১১ টায় ভাবকী ইউনিয়ন পরিষদে উপহার সামগ্রী বিতরণ করেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু রেজা মাহমুদুল হক। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ডাল ১ কেজি, ডিম ৮টি, সয়াবিন তেল আধা কেজি, বিস্কুট ১ প্যাকেট, মাক্স ১টি। ইউপি চেয়ারম্যান হাফিজুল হক সরকার এর পক্ষ থেকে একটি টুথ পাউডার, একটি ব্রাশ এবং একটি করে সাবান দেওয়া হয়। এখানে মোট ৫০ জনের হাতে তুলে দেওয়া হয় এই উপহার সামগ্রী। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু রেজা মাহমুদুল হক, ২নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজুল হক সরকার, মামুন সহ আরো অনেকে। পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু রেজা মাহমুদুল হক বলেন করোনার কারণে আজ সবাই দুর্বিসহ জীবন যাপন করছে। অনেক পরিবারে গর্ববতী মা এবং দুগ্ধদানকারী মা সঠিকমত পুষ্টিকর খাবার পাচ্ছেন না। আমাদের এ কার্যক্রম চলবে আরো তিনদিন। এ তিন দিনে আমরা প্রতিটি ইউনিয়ন ভিত্তিক পুষ্টিকর খাদ্য বিতরন করবো। সর্বমোট ৩০০ জন মা বোনদের পুষ্টি সহায়ক প্যাকেট বিতরণ করার আয়োজন করেছি। আয়োজনে খানসামা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি।
0 মন্তব্যসমূহ