কুড়িগ্রামে ভারতে আটকে থাকা ২৬ বাংলাদেশীকে ফেরত'র দাবীতে মানববন্ধন


মো:মাসুদ রানা, কুড়িগ্রামঃ 
বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর করোনা ভাইরাসের কারনে সৃষ্ট লকডাউনে ভারতের পুলিশ বাহিনীর কাছে আটক থাকা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ব্যাপারী পাড়ার ২৬ জন বাংলাদেশীকে ফেরতের দাবিতে মানববন্ধন করেছে তাদের পরিবার। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মানববন্ধন করে ভারতে অাটক থাকা ২৬ বাংলাদেশির পরিবারের স্বজনরা সহ স্থানীয় লোকজন। কুড়িগ্রাম জেলা শহরের প্রাণকেন্দ্র কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করে পরিবারের স্বজনরা। উল্লেখ্য, গত জানুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে ২৬ জন বাংলাদেশী নাগরিক আত্মীয়দের বেড়াতে যান। এরই মধ্যে গত ৩ মে ছিল ভারতের দ্বিতীয় দফা লকডাউনের শেষ দিন। ওই দিন চেংরাবান্ধা চেকপোস্ট খুলে দেওয়ারও কথা তারা শুনেছিলেন। সে কারণে একই দিন তারা আসামের জোড়হাট জেলা থেকে ধুবড়ি জেলার চেংরাবান্ধা চেকপোস্টের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু চাপোবত থানা পুলিশ তাদের আটক করে। মানববন্ধনে অংশগ্রহনকারী ব্যক্তি নাহিদ হাসান নলেজ জানান, আটকে পড়া বাংলাদেশীরা সবাই বৈধভাবে ভারতে গিয়েছিলো। তাদের দ্রুত পরিবারের কাছে ফেরত দেয়া হোক। আশা করবো বাংলাদেশ সরকার আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ