খাদ্যের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ


মোঃ মাসুদ রানা, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়িতে খাদ্যের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।শনিবার ( মে) সকাল ৯টার দিকে অন্তত শতাধিক নারী-পুরুষ গাছের গুড়ি ফেলে রাস্তার উপর শুয়ে বিক্ষোভ করেন তারা। এসময় রাস্তার দুপাশে সকল ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। ১২টা পর্যন্ত অবস্থা ছিল। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, করোনার ফলে জেলায় লকডাউন চলছে। সবার কাজকর্ম বন্ধ হয়ে গেছে। অবস্থায় কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে তারা কোন প্রকার খাদ্য সহায়তা পাননি। অনেকে অভিযোগ করেন পরিষদ থেকে বারবার তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নেয়া হলেও এখন পর্যন্ত তারা কোন ত্রাণ সহায়তা পাননি। ফলে বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। তারা আরও জানান, সরকারের স্থানীয় কর্মকর্তাগন তাদের সাথে কথা না বলা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ