
মাসুদ রানা
কুড়িগ্রামঃ কুড়িগ্রামের
রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামে গাছ থেকে সুপারী পাড়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোস্তফা নামের এক যুবকের মৃত্যু
হয়েছে। নিহত মোস্তফা ঐ এলাকার মৃত
শাহের আলীর পুত্র। এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে মোস্তফা (৪০) তার বাড়ির বাগানের সুপারী পাড়ার জন্য সুপারীর গাছে উঠে। এসময় সুপারীর গাছ হেলে পার্শ্ববর্তী বিদ্যুতের তারে পড়ে। এতে গাছে থাকা অবস্থায় সে বিদ্যুতায়িত হয়ে
গাছ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। নিহত মোস্তফার তিনটি পুত্র সন্তান রয়েছে। উমরমজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোস্তাফা নামের ঐ যুবকের মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন।
0 মন্তব্যসমূহ