করোনায় আক্রান্ত হয়ে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু -সিএমপির শোক প্রকাশ

মোহাম্মদ হায়দার আলী, বিশেষ প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে আরও একজন পুলিশ সদস্য (সাব ইনস্পেক্টর) মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুে গভীর শোক প্রকাশ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ নিয়ে সিএমপির নিজস্ব ফেসবুক পেজে একটি পোস্ট দেয়া হয়। তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হল। 

আমরা শোকাহত। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের আরও একজন সদস্য সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) রাসেল বিশ্বাস (৩৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ নিয়ে বাংলাদেশে পুলিশের মোট ১৫ জন গর্বিত সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 

দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন।সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) রাসেল বিশ্বাস স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়।

তাঁর মৃত্যুতে  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

জনসংযোগ শাখা, সিএমপি ২৮/০৫/২০২০ইং।
দেশের এই সেবকদের এভাবে চলে যাওয়াতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পিত বার্তার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হায়দার আলী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ