শুভ
কুমার ঘোষ,
সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে জেলার স্বেচ্ছাসেবী আনসার ভিডিপির সদস্য ও সদস্যাদের মধ্যে ত্রান সামগ্রী বিতারণ করা হয়েছে।সোমবার (৪ মে) সকাল ১১ টায় বাহিনীর জেলা কার্যালয়ে সদর উপজেলার প্রায় তিনশত জন সদস্য ও সদস্যাদের মধ্যে নিদিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রান সামগ্রী বিতারণ করা হয়।ত্রাণসামগ্রী হিসাবে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। আগামী ১৭ই মে পর্যন্ত পর্যায়ক্রমে জেলার নয়টি উপজেলার সর্বমোট ২৭০০ জন স্বচ্ছাসেবী সদস্যদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হবে। জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ জসিম উদ্দিন, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম মওলা, চৌহালী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সোহেল রানা ও বাহীনির অন্যন্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এসময় জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা তার বক্তব্যে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আপনারাই একদম গ্রাম পর্যায় থেকে কাজ করে যাচ্ছেন। তবে অবশ্যই নিরাপত্তার সহিত দায়িত্ব পালন করতে হবে। এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রাখা, বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাদ্যাভ্যাস সহ গুজবে কান না দিয়ে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হয়ে কাজ করে যাবার আহ্বান জানান। তিনি বলেন করোনা প্রতিরোধে ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও আপনাদের ভূমিকা রাখতে হবে। এছাড়াও দেশের সর্ববৃহৎ এই বাহিনীর সদস্যদের প্রতি নানান পরামর্শ ও দিকনির্দেশনা দেন। এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ বলেন, আমি ব্যাক্তিগত ভাবে এরকম উদ্যোগ কে সাধুবাদ জানাই এবং জেলা কমান্ড্যান্ট কে ধন্যবাদ জানাই। হয়তো এই খাদ্যসামগ্রী গুলো তেমন কিছুই নয় তবে অনুপ্রেরণা অবশ্যই জোগাবে। এসময় তিনি সবাইকে সাবধানে নিরাপত্তার সহিত দায়িত্ব পালন করে যাবার আহ্বান জানান।- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য
0 মন্তব্যসমূহ