নীলফামারীর জলঢাকায় কাতার চ্যারীটির নয়শত পরিবারকে ২০দিনের খাদ্য সহায়তা প্রদান


স্টাফ রিপোর্টারঃ নীলফামারী জলঢাকা উপজেলায় চমক লাগানো খাদ্য সামগ্রী বিতরণ করলো কাতার চ্যারীটি আন্তর্জাতিক দাতা সংস্থার বাংলাদেশ অফিস। করোনা পরিস্থিতিত্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার দুপুরে কৈমারী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার অসহায় হত-দরিদ্র কর্মহীন নয়শত পরিবারের মাঝে প্রায় ২০দিনের খাদ্য সাসগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে রয়েছে ২০ কেজি মিনিগেট চাল, সয়াবিন তেল ০৫ লিটার, ছোলাবুট ০২ কেজি, মুশুড় ডাল ০২ কেজি, চিনি ০২ কেজি, পেয়াজ ০২ কেজি, খেজুর ০২ কেজি লবন ০১কেজি, প্রত্যেক প্যাকেজের মুল্য ০৩ হাজার ০৪শত ২০ টাকা। উৎসব মূখর পরিবেশে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় ৩২ লক্ষ টাকার খাদ্য সামগ্রী নয়শত পরিবারের মাঝে বিতরণ করা হয়। কাতার চ্যারীটি আন্তর্জাতিক দাতা সংস্থার বাংলাদেশ অফিসের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন, রংপুর গঙ্গাচড়া উপজেলার কচুয়া সরদার পাড়া খোবাইব বিন আদ্বি (রাঃ) এতিম খানার পরিচালক, হাফেজ মোঃ হায়দার আলী। কৈমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান এর সভাপতিত্বে, জলঢাকা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মকছুদার রহমান লেলিনের স্বার্বিক তত্তাবধানে, উপজেলা যুবলীগ ছাত্রলীগের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী অসহায়দের হাতে  তুলে দেয়া হয়। এসময় কাতার চ্যারীটি আন্তর্জাতিক দাতা সংস্থার বাংলাদেশ ঢাকা হেড অফিস প্রতিনিধি আবু সাঈদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ