সৈয়দপুরে অসহায়দের ঈদ উপহার দিল ব্রাদার্স হেলপ অর্গানাইজেশন

মিজানুর রহমান মিলন স্টাফ রিপোর্টারঃ সৈয়দপুরে নতুন বাবুপাড়া এলাকার কর্মহীন দেড়শ পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাদার্স হেলপ্ অর্গানাইজেশন নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠন। আও রোববার বিকেলে নতুন বাবুপাড়া এলাকার শহীদ বি-জামান লেনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে ওইসব ঈদ উপহার হিসেবে খাদ্যের প্যাকেট তুলে দেয়া হয় কর্মহীন পরিবারদের মাঝে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মো. খলিদ আযমের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক তোফায়েল মোহাম্মদ আজম, জাবেদ আলম গুড্ডু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাহিদ,মো. আশিফ,আব্দুল্লাহ আল আযমী,সাহাবাজ উদ্দিন সবুজ,সোহেব, সাকিব,রাহুল ও সানজু। অনুষ্ঠানে দেড়শ পরিবারের মাঝে বিতরণ করা খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল-পোলাও চাল,লাচ্ছা,সেমাই,গুড়ো দুধ,তেল, কিসমিস,গরম মসলা,খেজুর,বাদাম, লবনসহ অন্যান্য পণ্য। সংগঠনটির উপদেষ্টা তোফায়েল মোহাম্মদ আযম জানান, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে তাদের সংগঠন কর্মহীন অসহায়দের মাঝে দাড়ানোর সাধ্যমত চেস্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দেড়শ পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ