শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও হুমকি


ফরহাদ হোসেন জনি মুন্সীগন্জ শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়ন এর মাইজ পাড়া গ্রামে এঘটনা ঘটে  ব্যাপারে শ্রীনগর থানায় একটি মামলা হয়েছে জানাযায়, গত৮//২০২০ বেলা ৩টার দিকে নন্দলাল দাস এর জমিতে  থাকা কয়েকটি গাছ স্থানীয় উজ্জল শেখ পিতা-সামসু শেখ  কেটে নিচ্ছিলো লোক মারফতে  খবর পেয়ে নন্দলাল দাসের পুত্র জয়দাস(১৯) বাধা দিলে স্থানীয় উজ্জল শেখ, আবির শেখ,ইলিয়াস শেখ,মুছা,সানিয়াত,নুরু সহ কয়েকজনে জয়দাসকে মেরে আহত করে তার চিৎকার শুনে তার চাচাতো ভাই ভাগবত দাস(৩৫) তার কর্মচারী মারামারি  থামাতে আসলে তাদের রড দিয়ে বেধড়ক মার শুরু করে  এবং তাদের কে পুড়িয়ে মারার হুমকি প্রদান করে পরবর্তীতে নন্দলাল দাসের মেয়ে স্মৃতি লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার  করে এবিষয়ে নন্দলাল দাস এর কাছে জানতে চাইলে জানান, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মিমাংসা করেছেন,এবং উক্ত ব্যাক্তিদের সতর্ক করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ