মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট মারামারিতে ৫ জন আহত ও একজন নিহত

সামছুজ্জোহা মিলন নওগাঁ প্রতিনিধি ,
নওগাঁ মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট মারামারিতে ৫ জন আহত ও একজন নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৭ মে দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামে। গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র আব্দুল আজিজের সাথে একই গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র আলিমুদ্দিনের বিরোধ চলে আসছিল। আলিমুদ্দিন তার পুত্র ছয়ফুল, শরিফুল ও তাদের মামা উপজেলার দেবীপুর  গ্রামের মৃত ছায়েদের পুত্র সাইদুর রহমান সহ সঙ্ঘবদ্ধ হয়ে আব্দুল আজিজের(২৫) বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এ সময় তাকে বাঁচাতে তার ভাই মালেক(৪০). খালেক (৩২). বোন মাবিয়া(৪৮).ভাতিজি মরিয়ম(১৫)ওখাতিজা(১২) এগিয়ে আসলে তাদেরকেও বেদম মারপিট করে। এতে আব্দুল আজিজ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। সাথে সাথে গ্রামবাসীরা তাদেরকে উদ্ধার করে মহাদেবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
সেখানে আব্দুল আজিজ এর অবস্থা গুরুতর হলে সাথে সাথে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮  মে  বেলা ১১ টার সময় আব্দুল আজিজ মারা যান। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আব্দুল আজিজ এর মরদেহ আনতে তারা রাজশাহী অবস্থান করছে। ফিরে আসার সাথে সাথে মামলা দায়ের করা হবে। অপরদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। কাজী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ