ডোমারে ১ম করোনা বিজয়ীকে স্বাস্থ্য বিভাগের ফুলেল শুভেচ্ছা

রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমার উপজেলায় করোনা শনাক্ত হওয়া রোগী পরবর্তীতে ১ম ও ২য় ধাপে পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার (৩১ মে)সকালে করোনা ভাইরাস মুক্ত হওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার কাজী আনোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। এসময় আরএমও ডা. তপন কুমার রায়, হেল্থ ইন্সপেক্টর ইনচার্জ বেলাল ঊদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তপন কুমার রায় জানান, গত ৭ মে স্বেচ্ছায় নমুনা পরীক্ষা করে তার(স্টোর কিপার) ফলাফল পজেটিভ আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসায় সুস্থ্য হওয়ায় ১ম ও ২য় দফায় নমুনা পরীক্ষার ফলাফল (৩০ মে) রাতে নেগেটিভ আসে। ৩১ মে আমরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করি। প্রসঙ্গত: ৩০ মে পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা শিশুসহ ১৯ জন। এর মধ্যে প্রথম একজন করোনা শনাক্ত হওয়ার পর চিকিৎসায় সুস্থ্য হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ