নওগাঁর মহাদেবপুরে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঃ ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতার দাবি কাজী

সামছুজ্জোহা মিলন, নওগাঁ,
নওগাঁর মহাদেবপুরে ২৫ মে ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ে ঘরবাড়ি, টিন, গাছগাছালির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার সফাপুর ইউনিয়নের মৃত ফছির উদ্দিনের পুত্র মোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, তার ধান ভাঙ্গানো মিলের বাড়ির উপরের সকল টিন উড়ে গিয়ে হারিয়ে যায় পাশের সকল গাছগাছালি ভেঙে যায়। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান। এরপর থেকে খোলা ছাদের নিচে স্ত্রী, ছেলে মেয়েদের নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে বলেও তিনি জানান। তিনি সরকারের নিকট যে কোন সহযোগিতার জোর দাবি জানান। ব্যাপারে মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঝড়ের ক্ষয়ক্ষতির সকল রিপোর্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সকলেই সহযোগিতা পাবে। অপরদিকে ঝড়ের দিনে মহাদেবপুর সদরে অবস্থিত সড়ক জনপথ অধিদপ্তরের সড়ক শাখার মহাদেবপুর উপজেলা জনের দীর্ঘদিনের প্রাচীর ভেঙে অফিসের ভিতরে থাকা বিশাল একটি নিম গাছ উপড়ে যায়। এতে দেয়াল ভেঙে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। যার ফলে সরকারি কার্যালয় অরক্ষিত অবস্থায় দেয়াল ভেঙ্গে তার উপরে গাছ পড়ে আছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ