নীলফামারী সদরে সামাজিক দুরত্বের তোয়াক্কা না করে ত্রানের দাবীতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টারঃ  নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের নিম্ন আয়ের শ্রমজীবি ঘরবন্দী হাজারো মানুষ খাবারের দাবীতে অবরোধ করেছে সড়ক। সোমবার দুপুরে সামাজিক দুরত্ব বজায় না রেখে নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল মোড়ে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় সড়কের দুই পার্শে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহনকারী যানবাহন আটকা পড়ে যানজোট সৃষ্টি হলে ভোগান্তিতে পরে পথচারীরা। পরে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন এসে বিক্ষোভ কারীদের আশ্বাস প্রদান করলে তারা অবরোধ তুলে নেয়। কুন্দুপুকুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহাজাহান চেীধুরী মুঠোফোনে বলেন, করোনা মহামারীতে সরকারী যেসব ত্রান দিচ্ছি সবাইকে পর্যাক্রমে সবাই পাবে। আজ যারা বিক্ষোভ করেছে তারা সকলেই সুবিধাভোগী মানুষ, যারা কোন ধরনের সুবিধা পায়নি তাদেরকে ত্রান দিচ্ছি। আমার ইউনিয়নের লোক কম ছিলো, তাছাড়া যার নেতৃত্বে বিক্ষোভ সে হলো চড়াইখোলা ইউনিয়নের আব্দুস ছাত্তার সরকারের ছেলে আব্দুল লতিফ সরকার। চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বসুনিয়া বলেন, তারা আমার প্রতিপক্ষ, হেও করার জন্য মহামারীর দূর্যোগকে কাজে লাগিয়ে কিছু সুবিধাভুগী লোকজন দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ করছে।!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ