লোহাগাড়া সংবাদাতা :
লোহাগাড়ায় চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল থেকে জেলা পরিষদের সদস্য আনোয়ার কামালের পক্ষে উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে এ খাদ্যসামগ্রীগুলো বিতরণ করছেন সমাজসেবক মিরান হোসেন মিজান। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১কেজি ছোলা ও ১ সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য । এ ব্যাপারে সমাজসেবক মিরান হোসেন মিজান বলেন, সকালে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার ২০০ জন দিনমজুর অসহায় কর্মহীন মানুষের জন্য খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে । বিকেলে খাদ্যসামগ্রীগুলো ইউপি চেয়ারম্যানগণের মাধ্যমে বিতরণ করা হচ্ছে ।
0 মন্তব্যসমূহ