সৈয়দপুরে অসহায়দের মাঝে উপজেলা ছাত্রলীগের খাদ্য সহায়তা প্রদান

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধিঃ সৈয়দপুরে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ১৩০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের সৈয়দপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল রবিবার  রাতে সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকা থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে   ছিন্নমূল অসহায় মানুষের মাঝে সেগুলো তুলে দেয়া হয়। সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের একটি সুত্র জানায়,  ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সৈয়দপুরে ১৩০টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফাহিম আলম মিতুল ও পৌর ছাত্রলীগের সহ -সভাপতি এস এম সাদেকুর রহমান সজীব কর্মহীন হয়ে পড়া মানুষজনের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণ করা খাদ্য সামগ্রীতে ছিল চাল, বেগুন, মিষ্টি কুমড়া, করলা টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি। ছাত্রনেতা মিতুল ও সজিব জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশেই সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা  গতকাল রাতে শহরের বিভিন্ন এলাকায় রিক্সা ও ভ্যানচালক সহ ছিন্নমূল মানুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ