মোঃ শরিফ, নাটোর
নাটোরের
আত্মসমর্পণকারী ২৩
জন চরমপন্থী
পূর্ব বাংলা
কমিউনিস্ট পার্টি
(লাল পতাকা)
সদস্যেদের প্রধান
মন্ত্রীর আর্থিক
অনুদান বিতরণ
করা হয়েছে।
আজ মঙ্গলবার
দুপুরে নাটোরের
পুলিশ লাইনস
এর ডিল
সেডে এই
বিতরণ অনুষ্ঠিত
হয়। এ
সময় অন্যান্যের
মধ্যে উপস্থিত
ছিলেন, তথ্য
ও যোগাযোগ
প্রতিমন্ত্রী এবং
নাটোর-০৩
(সিংড়া ) আসনের
এমপি জুনাইদ
আহমেদ পলক,
নাটোর-০২
(সদর-নলডাঙ্গা)
আসনের এমপি
শফিকুল ইসলাম
শিমুল, জাতীয়
গোয়েন্দা সংস্থা
(এনএসআই) রাজশাহী
বিভাগীয় যুগ্ম
পরিচালক জহির
উদ্দিন, জেলা
প্রশাসক মোঃ
শাহরিয়ার, পুলিশ
সুপার লিটন
কুমার সাহা,
জাতীয় গোয়েন্দা
সংস্থা (এনএসআই)
নাটোর জেলার
উপ-পরিচালক
ইকবাল হোসেন
সহ প্রশাসনের
উচ্চ পর্যায়ের
কর্মকর্তা বৃন্দসহ
ওই ২৩
জন সদস্য।
এ
সময় নাটোরের
পলিশ সুপার
বলেন, প্রধান
মন্ত্রীর আহব্বানে
স্বরাষ্ট্র মন্ত্রীর
কাছে যে
সকল চরমপন্থী
সদস্য আত্মসমর্পন
করেছে তাদের
সমাজে ভালো
ভাবে বেঁচে
থাকতে ও
সাধারন মানুষের
মত জীবন
যাপন করতে
তাদের প্রতি
অনুরোধ করেন।
তারা সকলেই
পুলিশ প্রশাসনসহ
গোয়েন্দা নজরদারীতে
রয়েছেন। কোন
ভাবে যদি
তারা পুনরায়
পূর্বের অবস্থানে
ফিরে যায়
তাহলে তাদের
বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা গ্রহন
করা হবে।
আর যদি
সমাজে ভালো
মানুষ হয়ে
বাঁচতে চায়
তাহলে তাদের
দিকে প্রধানমন্ত্রী
বিশেষ নজর
রাখবেন। এরই
অংশ হিসেবে
প্রধান মন্ত্রীর
আর্থিক অনুদানের
প্রতি জনকে
৫০ হাজার
টাকা করে
দেওয়া হলো।
গত
বছরে পাবনার
আমিনুদ্দিন স্টেডিয়ামে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান
কামালের কাছ
অস্ত্র জমা
দিয়ে তারা
আত্মসমর্পণ করে
স্বাভাবিক জীবনে
ফিরে এসেছেন
তারা।
0 মন্তব্যসমূহ